শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | REMARKS: মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতার

Sumit | ৩০ মার্চ ২০২৪ ১২ : ৩৯Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল কর্ণাটক। কংগ্রেস বিধায়ক শামানুর শিবাশঙ্খারাপ্পা কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী গায়েত্রী সিদ্ধিস্বরাকে। দলীয় একটি বৈঠকে শামানুর বলেন, এটা সকলেই জানেন গায়েত্রী পদ্মফুল ফুটিয়ে মোদির হাতে দিতে চাইছেন। কিন্তু যে কেন্দ্র থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি কী আদৌ জানেন সেখানকার সমস্যা কোথায় ? এই এলাকায় কংগ্রেস উন্নয়নের কাজ করেছে। কীভাবে কথা বলতে হবে তিনি সেটাই জানেন না। তিনি শুধু রান্নাঘরে রান্না করতেই জানেন। মঞ্চে উঠে ভাষণ দিতেও তিনি জানেন না। ৯২ বছরের এই কংগ্রেস নেতা ৫ বারের বিধায়ক। তিনি দলের প্রবীণতম বিধায়ক বলেও পরিচিত। তাঁর এই মন্তব্যে বিরোধিতা করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি প্রার্থী গায়েত্রী জানিয়েছেন, তিনি বলেছেন মহিলারা নাকি খালি রান্নাঘরে কাজ করে। আজ কোন কাজের সঙ্গে মহিলারা যুক্ত নেই তিনি বলতে পারবেন। এমনকি মহিলারা আকাশের বুকেও নিজেদের দাপট দেখিয়েছে। মহিলাদের তিনি সম্মান দিতে জানেন না। তিনি জানেন না রান্নাঘরে মহিলারা ভালোবেসেই রান্না করে সকলের জন্য। বিষয়টি নিয়ে বিজেপি নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে। 




বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর



সোশ্যাল মিডিয়া



03 24